
দক্ষিণ ২৪ পরগনার কুলতলী অঞ্চলের কৈখালী থেকে যাত্রা করা একদল পর্যটক আবারও সুন্দরবনে বাঘের দর্শন পেলেন। শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ কলস ক্যাম্প এলাকার জঙ্গলে ঘটে এই ঘটনাটি। ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে আসা ২২ জনের এই পর্যটক দলের সদস্যরা বৈধ পারমিট নিয়ে এমবিবি বনবিবি নামের নৌকায় তিন দিনের জন্য সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন।
দলের সদস্য আনার আলী হালদার, হায়দার আলী আকন্দসহ অন্যান্য পর্যটকরা জানান, বিকেলের দিকে হঠাৎ নদীর ধারে নৌকা থামিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়েই দেখা মেলে এক বিশালাকৃতির রয়্যাল বেঙ্গল টাইগারের। বাঘটিকে নদী সাঁতরে জঙ্গলের ভেতরে চলে যেতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই পর্যটকরা মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে সক্ষম হন।
এই ঘটনার পর পর্যটকদের মধ্যে একদিকে যেমন উচ্ছ্বাস, অন্যদিকে তেমনি শিহরণও দেখা যায়। অনেকেই প্রথমবারের মতো প্রকৃতির রাজা বাঘকে এত কাছে থেকে দেখতে পেয়ে অভিভূত। বনদপ্তর সূত্রে জানা গেছে, বাঘটি সম্ভবত কৈখালী রেঞ্জের কলস ক্যাম্প এলাকার আশেপাশেই ঘোরাফেরা করছিল।
বনকর্মীরা পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং এই এলাকায় চলাচল করা সব নৌকাকে কিছুটা দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন ঘাট ও নদীপথে বারবার বাঘের দেখা মিলছে, যা বনাঞ্চলে বন্যপ্রাণীর সক্রিয় উপস্থিতিরই প্রমাণ।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও জানিয়েছেন, বাঘের দর্শন পাওয়ায় পর্যটকদের আগ্রহ আরও বেড়ে গেছে। শীতের মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরবনে পর্যটনের ভিড় বাড়ছে, আর এই ধরনের অভিজ্ঞতা অনেককেই নতুন করে আকৃষ্ট করছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের প্রতি।
