
বাংলা প্রকাশনার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়ল কলকাতার কলেজ স্ট্রিট। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বইপাড়াকে নতুন করে প্রাণ দিতে আয়োজিত হল দেশের প্রথম ‘ভিজে বইমেলা’। কলেজ স্কোয়ারের গেটের সামনে, বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রিটে সোমবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই একদিনের মেলায় উপস্থিত ছিলেন পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীরা।
এই অভিনব উদ্যোগের আয়োজন করে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মেলায় অংশ নেয় প্রায় ৩০টি প্রকাশনা সংস্থা মিত্র ও ঘোষ, অভিযান, দীপ প্রকাশনী, লালমাটি, অক্ষর সংলাপ, সৃষ্টিসুখ, বঙ্গবাণী, ধানসিঁড়ি, বুকফার্ম-সহ আরও অনেকেই। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বইগুলোকেই ছাতা আর টেবিলের তলায় সাজিয়ে বিক্রি করা হয়। অনেকেই সংগ্রহে রাখার স্মারক হিসেবে বা উপহার হিসেবে কিনে নেন প্রিয় লেখকের ভেজা বই।
২৩ সেপ্টেম্বরের প্রবল বর্ষণে কলেজ স্ট্রিট জুড়ে থাকা শতাধিক দোকান ও গুদামজুড়ে ঢুকে গিয়েছিল জল। আনুমানিক ক্ষতির পরিমাণ অন্তত ১০ কোটি টাকা। সেই ক্ষত মুছতে ও মনোবল বাড়াতে এই মেলার মাধ্যমে বইপ্রেমীরা দাঁড়ালেন প্রকাশকদের পাশে।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রায় ৬৬ হাজার টাকার ভেজা বই উপহার দেওয়া হয়েছে পাঠক, লেখক ও বিশিষ্টজনদের মধ্যে, পাশাপাশি বিক্রি হয়েছে কয়েক লক্ষ টাকার বই। ক্ষতিগ্রস্ত ৬৫টি ছোট প্রকাশনা ও মুদ্রণ সংস্থাকে দেওয়া হয়েছে মোট ৩ লক্ষ ৪২ হাজার টাকার অর্থসাহায্য। এছাড়াও দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন ও ২০টি পুজো কমিটি মিলে পাঠিয়েছে আরও ২ লক্ষ টাকার অনুদান।
আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রকাশনা সংস্থার জন্য বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজের। পাশাপাশি কলেজ স্ট্রিট এলাকায় বই ব্যবসা রক্ষায় একটি ডেডিকেটেড পাম্পিং স্টেশন ও ফায়ার স্টেশন গড়ার দাবিও তোলা হয়েছে।
বৃষ্টি ভিজিয়ে দিয়েছিল কাগজ, কিন্তু ভিজিয়ে দিতে পারেনি বইপ্রেমের সেই অটুট ভালোবাসা সেই ভালোবাসারই প্রমাণ ‘ভিজে বইমেলা’।
