
কলকাতার অন্যতম ব্যস্ত সংযোগস্থল চিংড়িঘাটা এবার পাচ্ছে নতুন পরিকাঠামোর ছোঁয়া। দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করতে সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি স্টিল সেতু নির্মাণে উদ্যোগী হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। প্রায় ৬০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থের এই সেতুটি তৈরি হলে বাইপাস অঞ্চলের যানবাহনের চাপ অনেকটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে চিংড়িঘাটা মোড়ে সল্টলেক, নিউ টাউন, কসবা, তিলজলা ও গড়িয়া দিক থেকে আসা গাড়ির ভিড়ে প্রায়ই দেখা দেয় তীব্র যানজট। নতুন সেতুটি চালু হলে বাইপাসের দক্ষিণ থেকে উত্তরমুখী রাস্তায় তৈরি হবে বিকল্প পথ, ফলে বড় গাড়ি ও বাস সহজে চলাচল করতে পারবে। এতে শুধু যানজটই কমবে না, জ্বালানি সাশ্রয় ও দূষণ হ্রাসেও সহায়তা করবে প্রকল্পটি।
কেএমডিএ সূত্রে জানা গেছে, প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১০ কোটি টাকা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্য সরকারের কাছ থেকে প্রাথমিক অনুমোদনও মিলেছে। বাইপাস প্রশস্তকরণের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, যা ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন সেতু চালু হলে পূর্ব ও দক্ষিণ কলকাতার সংযোগ আরও মসৃণ হবে। সায়েন্স সিটি থেকে কসবা ও রুবি পর্যন্ত প্রতিদিনের যানজটে ভোগান্তি কমবে, ফলে সাধারণ যাত্রী থেকে অফিসগামী সকলেরই যাতায়াত হবে আরও দ্রুত ও আরামদায়ক।
