
কলকাতার ব্যস্ত রাস্তায় এক যুবক-যুবতীর ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যায়, এক যুবক মোটরবাইকের সামনে প্রেমিকাকে বসিয়ে ব্যস্ত রাস্তায় চালাচ্ছেন বাইক, আর দু’জনেই নিশ্চিন্তে খোশগল্পে মগ্ন। আশপাশে পথচারীদের উপস্থিতি কিংবা যান চলাচলের ভিড় কোনও কিছুতেই যেন বিচলিত নন তাঁরা।
এই দৃশ্য দেখে অনেকে বিস্মিত ও বিরক্ত। কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ জনসমক্ষে হলে তা সমাজে অস্বস্তি তৈরি করে। আরও বড় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে এইভাবে বাইক চালানো কেবল অবিবেচক নয়, প্রাণঘাতী দুর্ঘটনার কারণও হতে পারে। ট্রাফিক বিশেষজ্ঞদের মতে, এমন আচরণ রাস্তায় অন্যদের মনোযোগ নষ্ট করে বিপদের আশঙ্কা বাড়ায়।
অন্যদিকে, কিছু মানুষ বলছেন, প্রেমের প্রকাশে বাধা নেই, তবে সেটি হওয়া উচিত সংযত ও দায়িত্বশীল। সমাজে শালীনতার একটি সীমা আছে, যা মেনে চললে ভালবাসাও হয়ে ওঠে আরও মর্যাদাপূর্ণ।
কলকাতার এই ভাইরাল ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। প্রেমের প্রকাশ যতই স্বাভাবিক হোক, তা যেন অন্যের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলার ক্ষতি না করে এই বার্তাই যেন উঠে আসছে এই বিতর্ক থেকে।
