
মালিকানা বদলে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চলতি বছরই প্রথমবার আইপিএল শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। স্বপ্নপূরণ হয়েছিল বিরাট কোহলির। এক বছরের মধ্যেই বিক্রির পথে তাঁর দল। আরসিবি ফ্র্যাঞ্চাইজির নারী-পুরুষ দুটি দলকেই বিক্রি করার যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বর্তমান মালিক যুক্তরাজ্যের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনস্থ ভারতীয় সংস্থা ডিয়াজিয়ো।
গত ৪ জুন আরসিবির প্রথম আইপিএল জয়ের উৎসব পরিণত হয়েছিল মৃত্যু মিছিলে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। এরপরই গুঞ্জন শুরু হয় যে, বিক্রি হয়ে যাবে চ্যাম্পিয়ন দলটি। এ বার ডিয়াজিয়ো এবং ইউনাইটেড স্পিরিটসের তরফে বম্বে স্টক এক্সচেঞ্জকে লেখা একটি চিঠিতে জানানো হয়েছে, দল বিক্রির প্রক্রিয়াকরণ আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ করে ফেলার ব্যাপারে আশাবাদী তারা।
হাউলিহান লোকি ইনকর্পোরেটেডের একটি সমীক্ষা অনুযায়ী, আরসিবি ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড মূল্য নির্ধারিত হয়েছে ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার। সেই অনুযায়ী ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যে বিক্রির পথে আরসিবি। ইতিমধ্যেই ৬ টি সংস্থা কোহলিদের ফ্র্যাঞ্চাইজিটিকে কিনতে আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্লেজার পরিবার। যারা বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও মালিক। এ ছাড়া মাহিন্দ্রা গ্রুপ এবং কোটাক গ্রুপও রয়েছে তালিকায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল, করোনার ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। আরসিবি কেনার ব্যাপারে তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে শোনা গিয়েছে।
