
শুক্রবার ভোর থেকেই ফের কলকাতায় ইডির অভিযান। মানবপাচার মামলায় দক্ষিণ দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, এই অভিযানে গুরুত্বপূর্ণ কিছু নথি বা তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সল্টলেকের একাধিক ঠিকানায়ও তল্লাশি চলছে। জগদীশ সিং নামে এক ব্যক্তির বাড়িতেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যদিও কোন নির্দিষ্ট মামলার সূত্রে এই অভিযান, তা এখনও স্পষ্ট হয়নি।
গত কয়েক মাস ধরে কলকাতা ও আশেপাশের এলাকায় একাধিক আর্থিক ও মানবপাচার চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে ইডি। বালি পাচার ও বেআইনি বেটিং অ্যাপ মামলাতেও সম্প্রতি বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে সংস্থা। কয়েক সপ্তাহ আগেই বালি পাচার মামলায় ঝাড়গ্রাম ও বেহালাসহ রাজ্যের ২২টি জায়গায় অভিযান চালায় তারা। মিলেছে বিপুল পরিমাণ নথি ও নগদ অর্থ।
এর পাশাপাশি বেআইনি বেটিং অ্যাপ চক্রের তদন্তে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে বিভিন্ন আর্থিক অপরাধের তদন্তে এখন সক্রিয়ভাবে নেমেছে ইডি।
দমদম ও সল্টলেকের আজকের অভিযান নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর দাবি, ভোর থেকে ইডির কয়েকটি গাড়ি পৌঁছে যায় ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে। দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি। ঠিক কী কারণে এই অভিযান, তা জানতে উৎসুক স্থানীয়রাও।
তদন্ত সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, মানবপাচার ও আর্থিক লেনদেন–সংক্রান্ত বেশ কিছু মামলার সঙ্গে এই অভিযান যুক্ত থাকতে পারে। অভিযানে অংশ নেওয়া আধিকারিকরা এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি, তবে তাঁদের ধারণা এই অভিযান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে, যা ভবিষ্যতের তদন্তে বড় ভূমিকা নিতে পারে।
