
সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল রাজারহাট। শুক্রবার ভোরে অফিসগামী ও স্কুলগামী যাত্রীতে ভর্তি একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায়। ঘটনাটি ঘটে রাজারহাটের লাউদোহা মোড়ের কাছে। মুহূর্তের মধ্যে চিৎকার আর আতঙ্কে ভরে যায় গোটা এলাকা।
দমকল, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন। বাসের ভেতর থেকে একে একে আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে রাজারহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি বেহালা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। ভেজা রাস্তা ও অতিরিক্ত গতির কারণে বাসটি ভারসাম্য হারিয়ে পাশের খালে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি ও খারাপ রাস্তার অবস্থাই দুর্ঘটনার মূল কারণ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই চালক ও খালাসি পলাতক। খাল থেকে বাসটি তুলতে ক্রেন আনা হয়, ফলে সকালে ওই রাস্তায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে এবং অফিস টাইমে দীর্ঘ যানজট তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে। রেলিং পুরনো ও দুর্বল হয়ে পড়ায় বিপদ আরও বাড়ছে। প্রশাসনের নজরদারির অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত নতুন রেলিং বসানো ও রাস্তার সংস্কার না হলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
বর্তমানে পুলিশ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। সকালের ভয়াবহ এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, রাজারহাটের ব্যস্ত রাস্তাগুলিতে নিরাপত্তা কতটা নিশ্চিত?
