
নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম বাইক আরোহী ও চালক
বুধবার ভোরে নাগেরবাজার উড়ালপুলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক মোটরবাইক চালক এবং তার সঙ্গী আরোহী। স্থানীয় সূত্রে খবর, দমদমের মল রোড এলাকা থেকে দুই যুবক মোটরবাইক নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাগেরবাজার উড়ালপুলের উপরে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে থাকা মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় আরোহী ছিটকে উড়ালপুলের নিচেই পড়ে যান। অন্যদিকে, বাইক চালক উড়ালপুলের উপরেই ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় দু’জনকেই উদ্ধার করেন এবং দ্রুত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
