
কলকাতায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম বিতরণ এখনও যথাযথ গতিতে সম্পন্ন হয়নি। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় রাজধানী শহরটি পিছিয়ে থাকায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল মঙ্গলবার শহরে জেলা নির্বাচনী অফিসারদের সঙ্গে বৈঠক করেছে এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে।
বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার, উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী অফিসার এবং নির্বাচনী নিবন্ধন অফিসাররা উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ হয়। শুধু বিতরণ নয়, ফর্ম সংগ্রহ এবং বিএলও অ্যাপে আপলোডের কাজও ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের সহায়তা করতে হবে ইআরও, এইআরও এবং সুপারভাইজারদের।
কমিশন সূত্র জানাচ্ছে, শহরের অনেক এলাকায় বিএলও-রা নাম ও ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়ছেন। বর্তমানে রাজ্যে ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজারের বেশি এনুমারেশন ফর্ম বিতরণ শেষ হয়েছে, যা প্রায় ৯৯ শতাংশের বেশি। এসব ফর্ম থেকে প্রায় ৬ কোটি ভোটারের তথ্য বিএলও অ্যাপে আপলোড করা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, তালিকা সংশোধনের কাজ ঘোষণার ৩০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। যাদের তথ্য মেলেনি, তাদের নোটিস পাঠিয়ে প্রয়োজনীয় নথি জমা নিতে বলা হবে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি না, সেই সিদ্ধান্ত ইআরও এবং এইআরও-এর দায়িত্ব।
পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। যারা কর্মসূত্রে বাইরে আছেন, তাদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। কমিশন বুথ স্তরের কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করছে।
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ অভিযান চলমান থাকায় কমিশন শহরের সব এলাকা তদারকি করছে। কলকাতার পিছিয়ে থাকা এলাকার তথ্য দ্রুত আপডেট করতে তৎপরতা বাড়ানো হয়েছে। ভোটারদের স্বার্থে এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুতির জন্য কমিশন সব ধরনের পদক্ষেপ করছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কলকাতায় দ্রুত এনুমারেশন ফর্ম বিতরণ শেষ করা না হলে অতিরিক্ত তদারকি এবং সহায়তা নিশ্চিত করা হবে।
