
SIR কাজ নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে হতাশা, চাপ, এবং কর্মীদের অসহায়তার সংবাদ, ঠিক সেই সময় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থেকে উঠে এসেছে এক বিরল সাফল্যের গল্প। মাত্র পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ SIR প্রক্রিয়া শেষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাগী গ্রামের শিক্ষক ও BLO বৃষকেতু কুইরী। পশ্চিমবঙ্গসহ দেশের মোট বারোটি রাজ্যে SIR কার্যক্রম চলার সময় এই দ্রুত সাফল্য স্বাভাবিক ভাবেই বিশেষ গুরুত্ব অর্জন করেছে।
বৃষকেতু কুইরী পিড়রগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ২৪০/১৮৯ গাগী প্রাথমিক বিদ্যালয় রুম ১ বুথের BLO হিসেবে দায়িত্বে ছিলেন। মোট সাতশো তিরাশি ভোটারের এই বুথে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এক মাস সময় ছিল SIR কাজ সম্পন্ন করার জন্য। কিন্তু তিনি নির্ধারিত সময়সীমার অর্ধেকেরও কম সময়ে, আঠারো নভেম্বরের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলেন। এনুমারেশন ফর্ম প্রায়োর ভিত্তিতে বিলি করা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ, যথাযথ যাচাই, এবং গভীর রাতে ডেটা এন্ট্রি সব পর্যায় একাই সামলেছেন তিনি।
রাজ্যের বহু BLO-ই যেখানে কাজের চাপে দিশেহারা, কেউ কেউ অব্যাহতি চাইছেন, সেখানে বৃষকেতু কুইরীর এই নিরন্তর পরিশ্রম প্রশাসনের নজরে এসে বিশেষ প্রশংসা অর্জন করেছে। বাঘমুন্ডি ব্লক এবং ঝালদা মহকুমায় এ ধরনের সাফল্য এই প্রথম বলেই জানা গেছে। ব্লক প্রশাসন সূত্রে মনে করা হচ্ছে, জেলা বা রাজ্য স্তরেও এই কৃতিত্ব একটি সম্ভাব্য নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে।
বিভিন্ন রাজনৈতিক টানাপড়েন ও মাঠপর্যায়ে বাধা সত্ত্বেও SIR কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার যে উদাহরণ তিনি গড়েছেন, তা নিঃসন্দেহে অন্যান্য BLO-দের অনুপ্রাণিত করবে। বাঘমুন্ডির এই সাফল্য প্রমাণ করেছে, নিষ্ঠা ও শৃঙ্খলা থাকলে প্রশাসনিক দায়িত্বও স্বল্প সময়ে সফলভাবে সম্পন্ন করা সম্ভব।
