
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও শিক্ষা-বাণিজ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুক্রবার বিশ্বভারতীতে আয়োজিত হচ্ছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিক্ষাসম্মেলন। ইউনেস্কো ঘোষিত হেরিটেজ ক্যাম্পাসে হতে চলা এই অনুষ্ঠানে যোগ দেবে মোট ৩৭৭টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৫০০ প্রতিনিধি। ইউজিসির বিকাশ ২০২৫ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই সম্মেলনে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বের আট রাজ্য ছাড়াও আন্দামান-নিকোবরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
সম্মেলনে জাতীয় শিক্ষানীতির বিস্তৃতি, শিক্ষায় নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা, শিল্প-অ্যাকাডেমি সহযোগিতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হবে। শিক্ষা-পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক পাঠক্রম বাস্তবায়ন নিয়ে নানা সেশন থাকছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থার একাধিক প্রবীণ নীতি-প্রণেতা ও শিক্ষাবিদ। ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন ট্রেনিং-এর প্রাক্তন প্রধান এবং বর্তমান চেয়ারম্যান-সহ বিভিন্ন শিক্ষানির্মাতা ও গবেষকেরা বক্তব্য রাখবেন। তাঁদের আলোচনায় শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণমূলক নীতি প্রয়োগ, বিশ্ববিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের পথে নতুন দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শিক্ষা-যোগসূত্র গঠনের সম্ভাবনা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
