
৮ম বেতন কমিশন গঠনের পর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা (DA)–কে কেন্দ্র করে। সোমবার লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল, ডিএ-কে বেসিক পের সঙ্গে একীভূত করার কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় নেই। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, কর্মচারীদের বেসিক পে বা পেনশনের প্রকৃত মূল্য যাতে মূল্যস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে প্রতি ছয় মাস অন্তর অল ইন্ডিয়া সিপিআই-আইডব্লিউ সূচকের ভিত্তিতে ডিএ হারে সংশোধন করা হয়।
গোটা স্পষ্টীকরণটি এসেছে এমন সময়ে, যখন কয়েক দিন আগেই কেন্দ্র ৮ম বেতন কমিশনের Terms of Reference (ToR) প্রকাশ করেছে। ইতিমধ্যেই একাধিক কর্মচারী সংগঠন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে বেসিক পের সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি তুলেছে। কারণ, ডিএ মর্জার হলে বেসিক বেতন বাড়বে, পরবর্তী ডিএ হিসেবও হবে সেই বর্ধিত অঙ্কের উপর ফলে সামগ্রিক আর্থিক সুবিধা বাড়বে।
জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে গঠিত ৮ম বেতন কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিশন ১৮ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশপত্র জমা দেবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।
প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা এই কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে আছেন। সাধারণত প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন কর্মচারীদের বেতন, ভাতা, পেনশনসহ সার্বিক পরিষেবা-শর্ত পর্যালোচনা করে থাকে। তাই কর্মচারীদের প্রত্যাশা, ৮ম বেতন কমিশন মুদ্রাস্ফীতির চাপ, ক্রমবর্ধমান জীবিকা ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে বড় ধরনের সংশোধনের সুপারিশ করবে।
তবে আপাতত কেন্দ্র স্পষ্ট জানিয়েছে ডিএ-বেসিক পে মর্জার এখনই হচ্ছে না। কর্মচারী মহলে তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
