
কর্নাটকের মুদানুর গ্রামের এক তুলোচাষি এখন চর্চার কেন্দ্রবিন্দু। তাঁর তুলোর ক্ষেতে কাকতাড়ুয়া নয়, নজর কাড়ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিশাল কাটআউট। উদ্দেশ্য একটাই, ক্ষেত থেকে তুলো চুরি রোখা। চাষির এই অদ্ভুত কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল নিয়ে এলাকায় হাসাহাসিও হচ্ছে, আবার অনেকে প্রশংসাও করছেন তাঁর সৃজনশীলতা দেখে।
প্রতিবছরই তাঁর ক্ষেত থেকে তুলো চুরি হয়ে যায় বলে জানিয়েছেন ওই কৃষক। ভাল ফলন হলে ক্ষেতের দিকে লোকের নজর আরও বেশি পড়ে, আর সেই সঙ্গে বাড়ে চুরির আশঙ্কা। বারবার ক্ষতির মুখে পড়ে তিনি খুঁজছিলেন এমন কোনও টোটকা, যা ফসলকে রক্ষা করবে এবং চোরদের দূরে রাখবে। তখনই মাথায় আসে সানি লিওনের কাটআউট বসানোর আইডিয়া।
কৃষকের কথায়, রাস্তায় যাঁরা যান, তাঁরা হঠাৎ ক্ষেতের মাঝে বিশাল সানি লিওনকে দেখে থমকে যাচ্ছেন। ফসলের দিকে চোখ না দিয়ে সবাই প্রথমে তাকাচ্ছেন সেই কাটআউটের দিকে। তাঁর দাবি, এতে লাভই হচ্ছে লোকের কৌতূহল ফসলের দিক থেকে সরে যাচ্ছে, ফলে চুরির ঘটনাও কমছে। এমনকি তাঁর মতে, “যদি চুরি বন্ধ হয়, মানুষের হাসাহাসি গায়েল হওয়ার কিছু নেই।”
সাধারণত কৃষকেরা কাকতাড়ুয়া বসিয়ে পাখি, পশু বা চোর দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু তুলোর ক্ষেতে সানি লিওনের উপস্থিতি প্রচলিত নিয়মকে পাল্টে দিয়েছে। কেউ বলছেন, এটা নিছক মজা, অন্যেরা মনে করছেন এমন ভাবনা অন্য চাষিকেও নতুন কিছু ভাবতে উৎসাহ দেবে।
তুলোকে বলা হয় ‘সাদা সোনা’। সেই ‘সোনা’ রক্ষায় কর্নাটকের এই চাষির অভিনব উদ্যোগ দেখিয়ে দিল, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সামান্য সৃজনশীলতাই কখনও কখনও বড় সমাধান এনে দিতে পারে।
