
বর্ষার মরসুমে জলজমা রোখায় এবার নজিরবিহীন উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। বহুতলের ছাদে নয়, সরাসরি মাটির ১০ মিটার নিচে পাঠানো হবে বর্ষার জল। শহরের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানে এবার আধুনিক রেনওয়াটার হারভেস্টিং প্রযুক্তির পথে হাঁটছে KMC।
পুরসভা জানিয়েছে, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৯০টি এলাকায় বর্ষায় জল দাঁড়িয়ে যায়। সেই কারণে প্রথমে এই অঞ্চলগুলিকেই চিহ্নিত করা হয়েছে। পুর-নিকাশি বিভাগের সমীক্ষা ইতিমধ্যেই শেষ। পূর্ব ভারতের মধ্যে এ ধরনের বৃহৎ ভূগর্ভস্থ বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এই প্রথম।
পরিকল্পনা অনুযায়ী, মাটির নিচে দুটি বিশেষ চেম্বার তৈরি করা হবে। রাস্তা ও খোলা পাইপলাইনের মাধ্যমে বর্ষার জল প্রথম চেম্বারে আসবে। সেখান থেকে জল থিতিয়ে গেলে তা যাবে পাশের মাইক্রো-চেম্বারে। ধাপে ধাপে পরিশোধিত এই জল মাটির গভীরে প্রবেশ করবে, যা একদিকে জলজমা কমাবে, অন্যদিকে বাড়াবে ভূগর্ভস্থ জলস্তর।
পুরসভার মতে, বহু বছর ধরে ডিপ টিউবওয়েল ব্যবহারের ফলে শহরের অনেক জায়গায় ভূগর্ভস্থ জলস্তর নেমে গেছে। নতুন প্রযুক্তি কার্যকর হলে জলস্তর ফের উপরে উঠতে শুরু করবে। পাশাপাশি বৃষ্টির জলে থাকা ক্ষতিকর উপাদান নিয়ন্ত্রণেও এই প্রকল্প বড় ভূমিকা নেবে।
প্রথম পর্বে উত্তর কলকাতার বাগবাজার, আমহার্স্ট স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি, চেতলা, কালীঘাট, জাজেস কোর্ট রোড, গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্রের আশপাশের এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বরো চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার পর দ্রুত কাজ শুরু হবে বলে পুরসভার ইঙ্গিত।
প্রকল্প সফল হলে রাজ্যের অন্যান্য পুরসভাতেও এই মডেল ছড়িয়ে দেওয়া হবে। কলকাতার দীর্ঘদিনের জলজমা সমস্যার সমাধানে এটি হতে পারে যুগান্তকারী পদক্ষেপ , এমনই আশা বিশেষজ্ঞদের।
