
হঠাৎ বেড়ে যাওয়া ডিমের দামের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। শনিবার দুপুরে শিয়ালদার কোলে মার্কেটে হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট শাখার যৌথ দল। বাজারজুড়ে গত এক সপ্তাহে ডিমের খুচরো দাম লাফিয়ে বাড়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অভিযোগ ছিল, কয়েকজন পাইকারি বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। সেই অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান।
সূত্রের খবর, টাস্কফোর্সের আধিকারিকরা এ দিন বেশ কয়েকটি পাইকারি গোডাউন ও বড় মাপের ডিমের দোকানে নথিপত্র খতিয়ে দেখেন। তুলে নেওয়া হয় গত কয়েক দিনের স্টক রেজিস্টার ও বিল-ভাউচারও। বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে জানা হয়, কোথা থেকে কত দামে মাল আসছে এবং বাজারে তা কত দামে ছাড়া হচ্ছে। কিছু দোকানে পাওয়া যায় স্টক লুকোনোর ইঙ্গিত। এমনকি, স্বাভাবিকের তুলনায় কম সরবরাহ দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগও উঠে আসে।
অভিযানের জেরে বাজারে অস্থিরতা তৈরি হলেও সাধারণ ক্রেতাদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, হঠাৎ করে ডিমের দাম বাড়ায় দৈনন্দিন বাজেটে চাপ পড়ছিল। প্রশাসনের কড়া নজরদারি থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী তাঁরা।
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আরও কয়েকটি বড় বাজারেও নজরদারি বাড়ানো হবে। কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে প্রয়োজনে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
