
মেসি কাণ্ডের দুই দিন পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস হঠাৎ করেই পদত্যাগ করলেন। তবে তা কোনো সাধারণ পত্রে নয়, বরং সাদা পাতায় লিখিত একটি পদত্যাগপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। এই পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই পত্রটি ১.৭ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে।
নেটিজেনদের মধ্যে সবচেয়ে বেশি তিনটি প্রশ্ন উঠে এসেছে। প্রথমে প্রশ্ন, কেন অরূপ বিশ্বাসের মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সাদা পাতায় পদত্যাগপত্র লিখলেন, যেখানে সাধারণ প্রথা অনুযায়ী মন্ত্রীর নিজস্ব লেটারহেড ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে কোথাও মন্ত্রীর নাম বা স্বাক্ষর নেই, ফলে অনেকের জন্য চিঠির সত্যতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তৃতীয় প্রশ্ন, এই ডিজিটাল যুগে কেন ইমেল বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়নি।
অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের পাশাপাশি বিদ্যুৎমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তবে বিদ্যুৎমন্ত্রীর দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চাননি। সাদা পাতার পদত্যাগপত্র পাঠানোর পর রাজ্যের ক্রীড়া দফতরের সচিবদের তলব করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই পদত্যাগপত্রে সিদ্ধান্ত নেননি।
সোশ্যাল মিডিয়ায় এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ায় অনেকেই অরূপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে অধিকাংশেই সমালোচনা বেশি, বিশেষ করে সাদা পাতায় পদত্যাগপত্র লেখা এবং হাতের লেখার মান নিয়ে। কেউ কেউ মনে করছেন এটি রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা, আবার কেউ বলছেন অভিষেক ও আইপ্যাকের চাপে বাধ্য হয়েই পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রের ভাইরাল হওয়া এবং তা নিয়ে চলা বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
