
কলকাতা: যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের পরেও রাজ্য রাজনীতিতে উত্তাপ কমেনি। মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেও বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু ইস্তফায় এই ঘটনার দায় মেটে না। মঙ্গলবার সরাসরি আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পদত্যাগে কিছু হবে না। আমরা অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতার চাই।”
শুভেন্দুর দাবি, লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। তিনি বলেন, “যুবসমাজের আবেগ নিয়ে খেলা হয়েছে। সাধারণ মানুষ টিকিট কেটে মাঠে ঢুকতে গিয়ে লাঠিচার্জের শিকার হয়েছেন, পরে জেলেও যেতে হয়েছে। আগে তাঁদের জামিন দিতে হবে, তারপর কথা হবে।” তাঁর অভিযোগ, রাজ্য পুলিশের উপর মানুষের আর ভরসা নেই এবং এই ঘটনার তদন্তে গঠিত সিট নিরপেক্ষ হতে পারে না।
ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর মতে, “এ সব আইওয়াশ। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইভেন্ট পরিচালনায় ব্রোকারদের ভূমিকা ছিল এবং শাসকদলের প্রভাবশালীদের আশীর্বাদেই গোটা ঘটনা ঘটেছে।
শাসকদলের বিরুদ্ধে আরও কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, তৃণমূল সর্বত্র নিজেদের কর্তৃত্ব ফলাতে চায় পরিবার, আত্মীয়, বন্ধুদের দিয়ে সেলফি তোলা থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্তেও হস্তক্ষেপ করা হয়। তাঁর মতে, আসন্ন নির্বাচনের আগে সরকারের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে বলেই মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে শাসক শিবিরের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত এবং আইনের পথেই সব প্রশ্নের উত্তর মিলবে। তবে পদত্যাগের পরেও গ্রেফতার ও স্বচ্ছ তদন্তের দাবিতে বিরোধীদের চাপ যে আরও বাড়বে, তা স্পষ্ট।
