
সোদপুরে একটি বহুতলের ফ্ল্যাট থেকে দুই বোনের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন সবিতা দত্ত (৬১) ও কনিকা দত্ত (৫৭), যারা একসঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। মৃতদেহ উদ্ধারের সময় ঘরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে, যা মৃত্যুর প্রকৃত কারণ জানাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বোনের পরিবারের আর্থিক অবস্থার অবনতি ছিল। প্রতিবেশীরা জানান, তারা সাধারণত ঘরের বাইরে দেখা যেত না এবং এলাকার সঙ্গে তেমন মেলামেশা করত না। শেষ কয়েকদিন ধরে তাদের ঘরের বাইরে দেখা যায়নি। মঙ্গলবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মৃত্যুর কারণ হয়ত খুন, আত্মহত্যা বা অনাহারজনিত হতে পারে। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। খড়দহের পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই সব স্পষ্ট হবে।
রাজ্যে এর আগেও একক বা নীরব জীবন যাপনকারী মানুষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। পার্কসিস্ট্রে এবং বারুইপুরেও সমান ধরনের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে একা থাকা বা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ না রাখার কারণে ঘটেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা।
স্থানীয়রা বলছেন, দুই বোনের জীবনযাত্রা খুবই নিঃসঙ্গ ছিল এবং তারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপে ভুগছিলেন। দুই বোনের অকাল মৃত্যু পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ এখন পুরো ঘটনার সত্যতা উদঘাটনে ময়নাতদন্তসহ সব দিক খতিয়ে দেখছে।
এ ঘটনার পর এলাকাবাসী সতর্ক হয়ে উঠেছেন। যদিও এখন পর্যন্ত হত্যার বা অন্য কোনও অপরাধমূলক কার্যকলাপের কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনার প্রতি গুরুত্ব সহকারে দৃষ্টি রাখছে।
উত্তর ২৪ পরগনার সোদপুরে এই রহস্যমৃত্যু পুরো এলাকায় শোক এবং উদ্বেগের স্রোত বইয়ে দিয়েছে।
