
রাজ্যে ফের ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হবে, এমনই আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবরী চা বাগান মাঠে চা শ্রমিকদের নিয়ে এক জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। সভায় জেলার প্রায় ৬৬টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন।
সভা চলাকালীন কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানের শ্রমিক রাজেশ ওঁরাও মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবি তুলে ধরেন। তাঁর বক্তব্য শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে মঞ্চে ডেকে নেন এবং প্রকাশ্য সভা থেকেই শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচনে জয়ের পর এক মাসের মধ্যেই দৈনিক মজুরি বাড়ানো হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
এদিন সভায় আরও অভিযোগ উঠে আসে যে, আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানে কাজ করেও শ্রমিকেরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এই প্রসঙ্গে অভিষেক স্পষ্ট জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শ্রমিকেরা লিখিতভাবে অভিযোগ করেন, বেতন থেকে পিএফ কাটা হলেও তা যথাযথভাবে জমা পড়ছে না। এই অভিযোগের ভিত্তিতে শ্রমিক নেতৃত্বকে আন্দোলনে নামার নির্দেশ দেন তৃণমূল সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকেরা। তাঁদের আশা, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং আর্থিক নিরাপত্তা মিলবে।
অন্যদিকে, এই সভা প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা কটাক্ষ করে বলেন, বন্ধ চা বাগান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও স্পষ্ট বক্তব্য রাখেননি। তাঁর মতে, শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধান দরকার।
