
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক মৃত্যুর ঘটনায় ফের রাজনৈতিক উত্তাপ বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার বাঁকুড়ার শালতোড়ায় এক জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এসআইআরের নামে পরিকল্পিতভাবে বাঙালিদের হয়রানি করা হচ্ছে এবং তার ফলেই প্রাণহানির ঘটনা ঘটছে।
সভামঞ্চ থেকে অভিষেক বলেন, বিজেপি শুধু মানুষের পেটে আঘাত করেনি, প্রাণ নিয়েও খেলছে। তাঁর দাবি, গত দু’মাসে এসআইআর সংক্রান্ত লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপি এমনই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। অভিষেকের কথায়, “বাঙালিকে শুধু ভাতে নয়, প্রাণেও মেরেছে বিজেপি।”
এসআইআর প্রক্রিয়ায় নোটিস পাঠানো হয়েছে অমর্ত্য সেন, মহম্মদ সামি থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেবের কাছেও, এই প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। শ্লেষের সুরে অভিষেক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলেও হয়তো তাঁদের কাছেও নোটিস পাঠানো হত।
২০১৬ সালের নোটবন্দির উদাহরণ টেনে তিনি বলেন, তখনও সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল এবং বহু মৃত্যু হয়েছিল। তাঁর মতে, আজ এসআইআর-এর নামে সেই একই ছবি ফিরছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী-সমর্থকদের সতর্ক করে অভিষেক বলেন, যাঁরা বাঙালির উপর নিপীড়ন চালাচ্ছেন, তাঁদের রাজনৈতিকভাবে জবাব দিতেই হবে।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগও ফের তোলেন তৃণমূল নেতা। তাঁর হুঁশিয়ারি, বিজেপি যতই চাপ বাড়াক, বাংলা মাথা নত করবে না। প্রয়োজনে একা দাঁড়িয়েও প্রতিবাদ চালিয়ে যাবে তৃণমূল, এমনই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
