
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাবে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শুভেন্দুর অভিযোগ, বাংলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন বানচাল করতেই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তাঁর মতে, ভোটার তালিকা শুদ্ধ করতে এসআইআর একটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা থেকে সরে আসা কোনওভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, এর আগেও চারবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ চিঠিতে তিনি অভিযোগ করেন, এসআইআর শুনানির নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি ও অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)-এর মতো বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও আপত্তি তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন।
এই সব অভিযোগের জবাবে শুভেন্দু তাঁর চিঠিতে একে একে পাল্টা যুক্তি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার ফলে ৭৭ জনের মৃত্যুর প্রসঙ্গকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দেন তিনি। শুভেন্দুর বক্তব্য, এই দাবির পক্ষে কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণ নেই। পাশাপাশি তিনি বলেন, আইনের চোখে সবাই সমান, বিশিষ্ট ব্যক্তি হলেও শুনানির ক্ষেত্রে কোনও ব্যতিক্রম হতে পারে না।
চিঠির শেষে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানান, রাজনৈতিক চাপ ও বিভ্রান্তিমূলক প্রচার উপেক্ষা করে যেন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, যাতে বাংলার নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে।
