
ঘরের মাঠে শুরু হতে চলেছে ২০২৬ আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপ। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। এই টুর্নামেন্টে ভারত টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা। এই আবহে ভারতের বিশ্বকাপ অভিযানে বড় ভরসার নাম জানিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের মতে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম বড় শক্তি হবে স্পিন আক্রমণ, আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বরুণ চক্রবর্তী। তিনি স্পষ্ট করে বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আলাদা গুরুত্ব রয়েছে এবং ভারত বরাবরই তাঁর ফেভারিট দল। সৌরভের বিশ্বাস, বরুণ যদি পুরোপুরি ফিট থাকেন, তাহলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
টি-২০ ফরম্যাটে বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট মাঝের ওভারগুলিতে ব্যাটারদের চাপে ফেলে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান আটকে রাখাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এখনও পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন এই ‘বিস্ময় স্পিনার’। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি।
এবারের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। উপমহাদেশের পিচে স্পিনাররা বাড়তি সাহায্য পাবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই কথা মাথায় রেখেই ১৫ সদস্যের ভারতীয় দলে রাখা হয়েছে চার স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
এখনও পর্যন্ত কোনও দল টানা দু’বার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আশা, শক্তিশালী স্পিন আক্রমণ ও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভারত এবার সেই ইতিহাস গড়তে পারবে।
