
আশঙ্কাই সত্যি হল। মহারাষ্ট্রে কি তবে এবার নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জন সত্যি হবে? দীর্ঘ দুই দশক পর গতবছর রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের এক হওয়া। আর ছিল শুধুই সময়ের অপেক্ষা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন এমএমএস প্রধান রাজ ঠাকরে।
রাজনৈতিক বোঝাপড়া মানে নিজের আদর্শের সঙ্গে আপোষ করা নয়। মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন এমএনএস প্রধান। রাজ ঠাকরে সাফ জানিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রকে বলিষ্ঠ করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউ সমর্থন করতে রাজি তিনি। রাজ ঠাকরের এহেন মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের প্রাক্কালে তুতো ভাই উদ্ধব ঠাকুরের সঙ্গে হাত মিলিয়েছেন রাজ ঠাকরে এবং এই নির্বাচনে একসঙ্গে লড়াই করবেন তারা। উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মেলানোর পর রাজ ঠাকরের এই মন্তব্য নিয়ে চর্চা শুরু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।
