
সপ্তাহের প্রথম দিনের সকালেই আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতায়। সোমবার ভোরে বাঘাযতীন রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্ল্যাটফর্মের উপর থাকা একটি অস্থায়ী কাপড়ের দোকানে হঠাৎ আগুন লাগে সকাল প্রায় ৬টা নাগাদ। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি দোকানে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা।
চোখের সামনে আগুন ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়। অনেক যাত্রী নিরাপদ জায়গায় সরে যান, কেউ কেউ মাঝপথেই ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, যা বড় স্বস্তির খবর।
অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাব পড়ে আপ লাইনের উপরও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে, ফলে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। ব্যস্ত সকালের সময়ে এই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা যায়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ। অস্থায়ী দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর।
