
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬। গত পাঁচ আসরেই ফাইনাল খেলা ভারত এ বারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে নামছে। আয়ুষ মাত্রের নেতৃত্বে শক্তিশালী ভারতীয় দলে নজর কেড়েছেন মাত্র ১৪ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁর পাশাপাশি অভিজ্ঞান কুন্ডু, বিহান মালহোত্রা, মহম্মদ এনান, হেনিল পটেল, কিশন সিংহদের নিয়ে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে।
এ বার যৌথ ভাবে ছোটদের বিশ্বকাপ আয়োজন করছে জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় আয়োজক হিসেবে জ়িম্বাবোয়ে সরাসরি মূলপর্বে খেলছে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া প্রতিযোগী হিসেবে জায়গা পায়নি, যোগ্যতা অর্জন পর্বেও ব্যর্থ হয়েছে তারা।
মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, তাদের সঙ্গে আছে নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ ও আমেরিকা। গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জ়িম্বাবোয়ে। গ্রুপ ‘সি’-তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান। গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান ও তানজ়ানিয়া। প্রতিটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
ভারতের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে। ১৭ জানুয়ারি প্রতিপক্ষ বাংলাদেশ এবং গ্রুপের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হবে আয়ুষ মাত্রের দল। সব ম্যাচই শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায়।
পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও চার বারের খেতাবজয়ী অস্ট্রেলিয়া, শক্তিশালী ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড ট্রফির দৌড়ে রয়েছে। চমক দিতে পারে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং উদীয়মান তানজ়ানিয়াও। তবে অভিজ্ঞতা ও গভীরতার বিচারে এ বারও ভারতই ফেবারিট।
