
কলকাতা: নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের নবান্নে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ডিরেক্টরেট থেকে জানানো হয়েছে, তিন বছর বা তার বেশি সময় ধরে একই পদে থাকা পুলিশ অফিসারদের নতুন কর্মস্থলে স্থানান্তরের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশনা মূলত তাদের জন্য, যারা তাদের হোম ডিস্ট্রিক্ট বা একই স্থানে দীর্ঘদিন চাকরিতে রয়েছেন।
নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০০৮ সালের ২৩ ডিসেম্বরের গাইডলাইন অনুসারে, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারদের এই বদলি করা হবে। ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত উচ্চপদস্থ অফিসারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের ADG ও IGP বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের তদারকি করবেন। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের ADG ও IGP আসানসোল-দুর্গাপুর এবং চন্দননগর কমিশনারেট দেখবেন। উত্তরের IGP শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তদারকির সঙ্গে নিজ এলাকা দেখবেন।
নির্দেশিকায় বলা হয়েছে, কমিশনের নিয়মাবলী যথাযথভাবে পালন করতে হবে। কোনো অস্পষ্টতা বা ব্যাখ্যার প্রয়োজন হলে, ADG ও IGP (লিগ্যাল) অথবা ADG ও IGP (ল অ্যান্ড অর্ডার)-এর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করতে হবে। বদলি সম্পন্ন হওয়ার পর ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সমস্ত পদক্ষেপের রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
রাজ্যের নির্বাচনী প্রস্তুতির মধ্যে এই বদলি কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। নির্বাচনকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে নবান্নের এই পদক্ষেপকে জরুরি বলা হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, সব অফিসারদের বদলি সময়মতো সম্পন্ন করা হবে এবং এর ফলে নির্বাচনী এলাকার নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়বে।
