
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিতে পারেন দলের বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রের খবর, এদিনই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হতে পারে। যদি তা হয়, তাহলে বিজেপির ইতিহাসে কনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হিসেবে রেকর্ড গড়বেন নিতিন নবীন।
বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও, মোদী-শাহ জমানায় আগেরবারের মতো এবারও নির্বাচনী প্রক্রিয়া ছাড়াই সভাপতি নির্বাচনের সম্ভাবনা প্রবল। সূত্রের দাবি, একমাত্র প্রার্থী হিসেবে নিতিন নবীনই মনোনয়ন জমা দেবেন। ১৯ জানুয়ারি তিন সেট মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি চলছে। প্রথম সেটে স্বাক্ষর করবেন ২০টিরও বেশি রাজ্য সভাপতি। দ্বিতীয় সেটে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতৃত্ব। তৃতীয় সেটে মনোনয়ন প্রস্তাব করবেন বিজেপির জাতীয় পরিষদের সদস্যরা।
দলীয় সূত্র আরও জানাচ্ছে, যদি একটি মাত্র মনোনয়ন জমা পড়ে, তাহলে সেদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে। আসন্ন কয়েক মাসের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন এবং আগামী বছরে উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট রয়েছে। তার আগেই সংগঠনের রাশ তরুণ নেতৃত্বের হাতে তুলে দিতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা।
তবে এই সিদ্ধান্ত ঘিরে দলের অন্দরেই চাপা ক্ষোভ তৈরি হয়েছে বলে খবর। দ্বিতীয় সারির একাধিক শীর্ষ নেতা নিতিন নবীনের বয়স ও দ্রুত উত্থান নিয়ে অসন্তুষ্ট বলে সূত্রের দাবি। ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারামণ ও অশ্বিনী বৈষ্ণবের মতো নেতাদের মধ্যেও গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জল্পনা। সেই ক্ষোভ যাতে প্রকাশ্যে না আসে, তা সামলানোই এখন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
