
নন্দীগ্রামে বৃহস্পতিবার ২ নম্বর ব্লকের খোদামবাড়িতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ মডেল ক্যাম্প উদ্বোধন করেন। ডায়মন্ড হারবারের গণ্ডি পেরিয়ে নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের আবেদন মেনে এই বিশেষ চিকিৎসা শিবির চালু করা হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।
দুপুরে খোদামবাড়িতে পৌঁছে অভিষেক নিজে ক্যাম্প পরিদর্শন করেন। চিকিৎসা সেবার প্রতিটি ব্যবস্থার খোঁজ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেন। বিশেষ করে একটি আবেগঘন দৃশ্য চোখে পড়ে, এক প্রবীণ বৃদ্ধা তার শারীরিক কষ্ট জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। অভিষেক তার হাত ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন, ‘‘আপনারা এখানে সুচিকিৎসা পাবেন।’’ বয়স্কদের পাশাপাশি তরুণ প্রজন্মও তার সঙ্গে সেলফি তুলতে এবং অনুরোধ জানানোর সুযোগ পায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ কেবল সাধারণ মানুষের জন্য নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। উদ্বোধনের সময় তিনি নিজে ফিতি না কেটে, নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের দিয়ে অনুষ্ঠান শুরু করান। এটি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করছে।
ডায়মন্ড হারবার এবং ব্যারাকপুরে ‘সেবাশ্রয়’ ক্যাম্পের সাফল্যের পর নন্দীগ্রামের মানুষও এমন একটি শিবিরের দাবিতে ছিল। সেই দাবির সাড়া দিয়ে এই ক্যাম্প আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের দুটি ব্লকে চলবে।
শিবিরে অভিষেকের উপস্থিতি স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে তিনি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়েছেন। স্থানীয়দের বক্তব্য, এই ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্যসেবা ও সুস্থতার ক্ষেত্রে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।
নন্দীগ্রামের মানুষরা প্রত্যাশা করছেন, ‘সেবাশ্রয়’ শিবির তাদের দৈনন্দিন জীবনে সান্ত্বনা ও সুচিকিৎসার নিশ্চয়তা দিতে সক্ষম হবে।
