
১৯৯৭ সালের কিংবদন্তি যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার’-এর দেশপ্রেমের আবেগ এবার ফিরছে নতুন প্রজন্মের কাছে। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই তুলেছে। সানি দেওলকে দেখা যাচ্ছে মেজর কুলদীপ সিং চন্দপুরীর চরিত্রে, তাঁর পরিচিত দৃপ্ততা এবং শক্তিশালী গর্জন মুহূর্তেই দর্শককে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
এবারের ছবিতে সানি দেওলের সঙ্গে আছেন এক ঝাঁক নতুন মুখ। বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী সংলাপ ট্রেলারে নজর কেড়েছে। পাশাপাশি রয়েছেন সুনীল শেট্টির পুত্র অহন শেট্টি। এই তরুণ ব্রিগেড ও সানি দেওলের সমন্বয় রূপোলি পর্দায় উত্তেজনা ছড়াবে, এমনটাই ইঙ্গিত মিলছে ট্রেলারের দৃশ্যাবলিতে।
পুরনো ‘বর্ডার’-এর আবেগ আরও গভীর হয়েছে বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর সিগনেচার সুরে। সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ভিএফএক্স, উন্নত অস্ত্রশস্ত্র এবং নিখুঁত সিনেমাটোগ্রাফি। ট্রেলারের টানটান যুদ্ধদৃশ্য দেখেই বোঝা যাচ্ছে, এই লড়াই কেবল আবেগপূর্ণ নয়, প্রযুক্তিগত দিক থেকেও আন্তর্জাতিক মানের।
ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং, প্রযোজনায় ভূষণ কুমার ও জে পি দত্ত। মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২৩ জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে। ইতিমধ্যেই নেটিজেনরা ট্রেলারের প্রতি উন্মাদনা প্রকাশ করেছেন, তাদের বিশ্বাস, এটি হতে চলেছে বছরের সবচেয়ে বড় অ্যাকশন কামব্যাক।
দেশপ্রেম ও নস্টালজিয়ার সঙ্গে আধুনিক অ্যাকশন মিশ্রণে ‘বর্ডার ২’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সিনেমা হল কাঁপাতে প্রস্তুত করছে সানি দেওল ও তাঁর টিম। এক কথায়, প্রত্যাশার মানদণ্ডে এই সিনেমা ঠিকই নিজের জায়গা করে নেবে।
