
আজ শুক্রবার বৃহন্মুম্বই পৌর কর্পোরেশন (BMC) নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। বৃহস্পতিবার ২২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে মোট ভোট পড়েছে ৫২.৯৪ শতাংশ। নির্বাচন কমিশনের নির্দেশিকা ও আদর্শ আচরণবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে গণনা চলছে মুম্বই, পুনে ও সোলাপুর জুড়ে নির্ধারিত গণনাকেন্দ্রগুলিতে।
গণনা শুরুর পর প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট, শুরুতেই এগিয়ে রয়েছে বিজেপি ও তাদের শরিক দলগুলি। খবর অনুযায়ী, বিজেপি জোট ৪৯টিরও বেশি আসনে লিড করছে। শুধুমাত্র বিজেপিই ৫০-এর কাছাকাছি আসনে এগিয়ে গিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিব সেনা এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মিলিয়ে মোট ৩১টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে উদ্ধব ঠাকরের শিব সেনা ২৮টি আসনে এবং রাজ ঠাকরের এমএনএস ৩টি আসনে লিড করছে।
মুম্বই শহরের পাশাপাশি পুনে ও সোলাপুরেও বিজেপির ভালো ফলের ইঙ্গিত মিলেছে। যদিও ধাপে ধাপে গণনা হওয়ায় এখনও সব আসনের চূড়ান্ত ফল সামনে আসেনি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাউন্ডের পর ফলাফল প্রকাশ করা হবে এবং স্বচ্ছতা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রের আশপাশে কড়া পুলিশি ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারি চালানো হচ্ছে। রাজনৈতিক মহলের নজর এখন চূড়ান্ত ফলের দিকে, কার হাতে যাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পুরসভা BMC, সেটাই আজকের বড় প্রশ্ন।
সব মিলিয়ে প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফল কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
