
নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এক বড় সিদ্ধান্ত নিল। এবার থেকে ভোটাররা নিজেরাই অনলাইনে তাঁদের শুনানির প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। এতে শুনানির দিন লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। নথি আপলোড সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট ভোটারকে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কপিও দেওয়া হবে।
তবে এই সুবিধা সকল ভোটারের জন্য নয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র সেই ভোটাররাই এই সুযোগ পাবেন যাঁদের এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ড ইতিমধ্যেই সংযুক্ত রয়েছে। এই শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট ভোটার নিজেই অনলাইনে শুনানির নথি আপলোড করতে পারবেন।
নথি আপলোডের পদ্ধতিও কমিশন স্পষ্ট করে দিয়েছে। প্রথম ধাপে ভোটারকে মোবাইল, ল্যাপটপ অথবা ডেস্কটপের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে eci.gov.voters.in ওয়েবসাইট খুলতে হবে। সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন সম্পূর্ণ হলে SIR সংক্রান্ত ট্যাবে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে ওই ট্যাবের মধ্যেই নথি আপলোড করার অপশন পাওয়া যাবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করা যাবে। এরপর ‘Submit Document Against Notice Issued’ অপশনে ক্লিক করে ভোটারের এপিক নম্বর অথবা শুনানির জন্য ইস্যু হওয়া নোটিশের রেফারেন্স নম্বর দিতে হবে। সব তথ্য ঠিকভাবে পূরণ করলেই নথি আপলোড সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন মোট ১৩ ধরনের নথিকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে। এই তালিকার বাইরে কোনও নথি সরাসরি আপলোড করা যাবে না। অতিরিক্ত নথি জমা দিতে চাইলে ‘Add Documents’ অপশনের মাধ্যমে তা সংযুক্ত করতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হলে ভোটার একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা জরুরি।
এই সিদ্ধান্তে ভোটারদের হয়রানি কমবে এবং SIR প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
