
আর অপেক্ষা নয়। আজ, ১৭ জানুয়ারি থেকে বাংলার রেল মানচিত্রে যুক্ত হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই সেমি হাই স্পিড ট্রেনের। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে আধুনিক এই ট্রেন, যা বাংলার যাত্রীদের জন্য এক নতুন যাত্রা অভিজ্ঞতা এনে দেবে বলে মনে করছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৮টি কামরা রয়েছে এবং একসঙ্গে প্রায় ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার হলেও বাণিজ্যিকভাবে এই ট্রেন চলবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিতে। ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ কিলোমিটার দূরত্বের ভিত্তিতে।
ভাড়ার তালিকায় দেখা যাচ্ছে, হাওড়া থেকে মালদা টাউন (৩২৪ কিমি) পর্যন্ত যাত্রায় ১এসি ভাড়া ১৫২০ টাকা, ২এসি ১২৪০ টাকা এবং ৩এসি ৯৬০ টাকা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (৫৫৬ কিমি) গেলে ১এসি ২১১৩ টাকা, ২এসি ১৭২৪ টাকা ও ৩এসি ১৩৩৪ টাকা ভাড়া পড়বে। আবার হাওড়া থেকে কামাখ্যা (৯৫৮ কিমি) পর্যন্ত যাত্রায় ১এসি ৩৬৪০ টাকা, ২এসি ২৯৭০ টাকা ও ৩এসি ২২৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই ভাড়ার মধ্যেই খাবারের দাম অন্তর্ভুক্ত, যদিও এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি যোগ হবে।
আজ ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার মালদা টাউন থেকে কামাখ্যার উদ্দেশে যাত্রা শুরু করবে। দুপুর ১টা ১৫ মিনিটে মালদা থেকে ছেড়ে রাত ১১টা ১৫ মিনিটে কামাখ্যায় পৌঁছবে এই ট্রেন। পথে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও ও রঙ্গিয়া এই সাতটি স্টেশনে দাঁড়াবে।
রেল কর্তৃপক্ষের মতে, এই ট্রেন চালু হওয়ায় উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত হবে। যাত্রীদের মধ্যেও নতুন ট্রেন ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
