
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার মতো সৎ পুলিশ অফিসার হওয়ার। দীর্ঘ পরিশ্রমের ফল অবশেষে মিলল । ডব্লিউ বি সি এস এর পুলিশ বিভাগের পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকার করলেন উত্তরবঙ্গের মেয়ে সৃজা নমোশর্মা। তার বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়। বয়স ২৬ বছর। তবে এই সাফল্যে পাশে থাকতে পারলেন না তার বাবা।
বাবার স্বপ্ন নিজের হাতে তৈরি করেছিলেন সৃজা। দীর্ঘ কয়েকটা বছর বহু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তবুও স্বপ্নটাকে বুকের মধ্যেই সযত্নে লালন-পালন করে বড় করে তুলেছেন। সঙ্গে ছিল কঠোর পরিশ্রম। পিতৃশোকে বিহবল মেয়েটি কোনরকম পরীক্ষা দিয়ে উজ্জ্বল করেছে গোটা পশ্চিমবঙ্গের নাম। ফল প্রকাশ হতেই খুশির আমেজ পরিবার জুড়ে।
২০২৩ সালের নভেম্বরে আচমকাই বাবার মৃত্যু হয়। তার কিছুদিন পরেই ডব্লিউ বি সি এস এর পরীক্ষায় বসেন সৃজা। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয় মঙ্গলবার। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করবেন তিনি, তবে দৃঢ় বিশ্বাস ছিল যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেনই। মঙ্গলবার এর এই ফলাফল তার কাছে বাড়তি পাওনা বলে মনে করছে সৃজা। ছোট থেকেই শিলিগুড়িতে মানুষ। শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতক উত্তর পাশ করে সৃজা। তারপর ২০২৩-২৪ এ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সাতটি পরীক্ষায় বসেন। প্রতিটি পরীক্ষাতেই উত্তীর্ণ হন তিনি।
২০২৪ সালের মার্চে কলকাতায় কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হিসেবে কাজে যোগ দেন। বর্তমানে সেখানেই কর্মরত সৃজা । কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বাড়ি ফিরেই স্বপ্নপূরণের পথে এক পা বাড়ানোর আরো একধাপ এগিয়ে গেলেন। সৃজা জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর আর্থিক কারণে ইউপিএসসিতে বসার প্রস্তুতি ও নেওয়া সম্ভব হয়নি। তার কথায়, যতটুকু পড়েছি সবই নিজের চেষ্টায়। এদিকে মেয়ের এই সাফল্যে গর্বিত নমোশর্মা পরিবার। তবে আপাতত পুলিশের চাকরিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ভবিষ্যতে আইপিএস হওয়ার স্বপ্ন রয়েছে সৃজার।
