ইডেন গার্ডেন্সের ‘হলুদ সমুদ্র’ যখন চিৎকার করে উঠেছে “ধোনি! ধোনি!”, তখনই ক্রিকেটপ্রেমীদের বহুকাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি হলেন মাহি—“আরও এক বছর, খেলবেন তো?” ধোনির উত্তর ছিল যতটা সংক্ষিপ্ত, ততটাই ইঙ্গিতপূর্ণ।
তিনি বললেন, “আমি বছরে মাত্র দুই মাস খেলি। বাকি দশ মাস শরীরকে প্রস্তুত রাখতে হয়। তাই এখনই কিছু বলছি না। সময় আসলে সিদ্ধান্ত নেব।”
এই বক্তব্যে পরিষ্কার—আগামী বছর আইপিএলে ধোনির থাকা না-থাকা নির্ভর করছে শরীরের ফিটনেস ও মানসিক প্রস্তুতির উপর।
২০২৫ আইপিএলে যদিও তিনি খেলছেন এবং নেতৃত্বও দিচ্ছেন, তবে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স এবার তেমন জ্বলজ্বলে নয়। প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে দল। তা সত্ত্বেও, ধোনির প্রতি দর্শকদের ভালোবাসা একটুও কমেনি—ইডেনের গ্যালারিই তার প্রমাণ।
তাই আপাতত ধোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও, তাঁর প্রতিটি ম্যাচই যেন হয়ে উঠেছে সম্ভাব্য বিদায়ের অপেক্ষায় থাকা একেকটি স্বর্ণালি মুহূর্ত।
