স্নিগ্ধা চৌধুরী
পহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিল ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে সেনা। এই অভিযানে দেশজুড়ে সমর্থনের ঢল নেমেছে, বিরোধী দলগুলিও কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সরকার ও দেশের পাশে আছেন।
তবে এই অবস্থানকে সামনে রেখে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, সরকারের এই হঠাৎ অবস্থান বদল আসলে রাজনৈতিক চাপের ফল। তিনি অভিযোগ করেন, জনসাধারণের মনোভাবের চাপে পড়ে এখন বিরোধীরা মুখ খুলতে বাধ্য হচ্ছে।
রাজ্য সরকার ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে সব দপ্তরের ছুটি বাতিল করেছে। প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য। অন্যদিকে দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল ও অন্যান্য বিরোধীদের একযোগে নিশানা করে বলেন, অতীতে যাঁরা কখনও পাকিস্তান-বিরোধী অবস্থান নেননি, তাঁরা এখন দেশের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও ইঙ্গিত দেন, এই সুর বদল বিশ্বাসযোগ্য নয়। বরং এটা জন সেন্টিমেন্ট রক্ষা করার রাজনৈতিক কৌশল। তাঁর মতে, প্রকৃত দেশপ্রেম সংকটের সময় বোঝা যায়, তখন নাটক দিয়ে চালিয়ে দেওয়া যায় না।
‘অপারেশন সিঁদুর’-এর মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রতিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক পরিসরেও নানান হিসেব-নিকেশ শুরু হয়েছে। কেউ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দৃঢ় বার্তা দিচ্ছে, কেউ আবার জনমানসের চাপ সামলে অবস্থান স্পষ্ট করছে। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক ভাষ্য এখন কেন্দ্রবিন্দুতে।
