একবার দুইবার নয় লাগাতার ১৮ বার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। বুধবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। আজ দুপুর দুটো নাগাদ ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু মামলার শুনানি হয়নি। এর আগে এই মামলায় এগ্লাস বদল হয়েছিল। তা সত্ত্বেও আজ নিয়ে মোট ১৮ বার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। শেষবার রাজ্য সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা মামলার শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর। সুপ্রিম কোর্টে ডিএ মামলাটির শুনানি নির্ধারিত ছিল বিচারপতি বিক্রম নাথ সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। পরে বেঞ্চ বদল হয়। মামলার শুনানির জন্য ধার্য হয় বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। আজ বুধবার ওই বেঞ্চের মামলার তালিকায় 40 নম্বরে ছিল রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলার শুনানি। ফলে সকাল থেকেই এই শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হল। ফের পিছনে রাজ্যের ডিএ মামলার শুনানি। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে।
