A threat mail sent to Taj hotel and Mumbai airport, police starts investigation
Mumbai: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) এবং ঐতিহ্যবাহী তাজ হোটেল (Taj Hotel) উড়িয়ে দেওয়ার হুমকি! হুমকি ইমেল পাঠানো হয়েছে মুম্বই এয়ারপোর্ট পুলিশ স্টেশনে। আর তা সরাসরি পুলিশের গুরুত্বপূর্ণ ইমেল আইডি’তে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসেছে মুম্বই (Mumbai) পুলিশ-প্রশাসন। মুম্বই বিমানবন্দর, তাজ হোটেল সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
বিশেষ করে হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। এমনকী বিমানবন্দর এলাকাতেও কড়া নজরদারি চলছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফজল গুরু ও সাইবাবু শঙ্করের নাম উল্লেখ করে পাঠানো হয় ওই হুমকি মেল। ওই দুজনকে অনায্যভাবে ফাঁসি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কার্যত ‘বদলা’ নিতেই শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। উল্লেখ্য, মুম্বই হামলার স্মৃতি দেশবাসীর মনে আজও টাটকা। তাজ হোটেলে কীভাবে হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা, তা ভোলেনি কেউই।
অন্যদিকে ‘রহস্যজনক’ এই ইমেল পাওয়ার পরই তদন্তও শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ। কোথা থেকে, কে এই হুমকি ইমেল পাঠাল তা ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে কোনও নাশকতার যোগ আছে, নাকি নিছকই মজা করতেই এহেন হুমকি ইমেল তাও খতিয়ে দেখা হচ্ছে মুম্বই পুলিশের তরফে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বই বিমানবন্দর কিংবা তাজ হোটেল থেকে কোনও রহস্যজনক কিছু পাওয়া যায়নি।
Mumbai: পহেলগাঁও হামলার স্মৃতি টাটকা
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও’তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। নৃশংসভাবে ২৬ পর্যটককে খুন করে জঙ্গিরা। ভয়াবহ এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। যদিও পাকিস্তানের মাটিতে পাল্টা ‘অপারেশন সিঁদুর’ নামে প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। একেবারে ‘ঘরে ঢুকে’ লস্কর-জইশের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তবে বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। এর মধ্যেই মুম্বই পুলিশের কাছে আসা ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
