গোটা দেশ ভারতীয় সেনার বীরত্বে গর্বিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশবাসী। অপারেশন সিঁদুরের পর প্রথম ‘মন কি বাতে’ আজ রবিবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্যে আরও একবার দেশবাসীর সামনে বিশেষ এই অভিযানের সাফল্যকে তুলে ধরলেন। একই সঙ্গে অপারেশন সিঁদুর অভিযানে ‘মেড ইন ইন্ডিয়া’ ডিভাইস এবং প্রযুক্তি কীভাবে নির্ণায়ক ভূমিকা নিয়েছে এদিন তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ রবিবার ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে একাধিক বিষয়ে দেশের মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে বেশিরভাগ সময়েই অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন। তিনি বলেন, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা যেভাবে সাহসিকতা দেখিয়েছে তা আজ গোটা দেশের মানুষের কাছে গর্বের। এমনকী এই অভিযান মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। যেভাবে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা এবং বিভিন্ন সমাবেশ হয়েছে তাতে দেশাত্মবোধের একটি আবহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমাদের বাহিনী জঙ্গিদের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে। আর তা সেনাবাহিনীর অদম্য সাহসের ফলেই সম্ভব হয়েছে’। একই সঙ্গে ভারতের তৈরি অস্ত্র এবং প্রযুক্তির প্রশংসাও শোনা যায়। মোদীর কথায়, বাহিনীর অদম্য সাহস এবং ভারতে তৈরি অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তির শক্তিও জড়িয়ে আছে এই অপারেশনের সঙ্গে। রয়েছে ‘আত্মনির্ভর ভারত’-এর সংকল্পও। এই অভিযানের নেপথ্যে দেশের ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সহ সকলের ঘাম মিশে আছে বলেও এদিন ‘মন কি বাতে’ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলে রাখা প্রয়োজন, অপারেশন সিঁদুরে ভারতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্রহ্মসের মতো মিসাইল সহ একাধিক অস্ত্রের বড় ভূমিকা দেখা গিয়েছে। এমনকী বেঙ্গালুরুতে তৈরি বিশেষ ড্রোন পাকিস্তানে ঢুকে সে দেশের একাধিক বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে। চোখের পলকে চিন কিংবা তুরস্কের অস্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গোটা বিশ্ব যার সাক্ষী থেকেছে। সেটাই এদিন উঠে এল প্রধানমন্ত্রীর রেডিও’তে দেওয়া বক্তব্যেও।
