জনসভায় কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবেকে লক্ষ্য করে গুলি। এক বার নয়, তিন বার গুলি করা হয়। দু’টি গুলি লেগেছে মাথায় এবং একটি গলায়। রক্তাক্ত অবস্থায় উরিবেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, কলম্বিয়ার বগোটা পার্কে প্রচার অভিযান চলাকালীন হামলা হয়। ঘটনায় ইতিমধ্যেই এক ১৫ বছর বয়সের এক নাবালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু কেন গুলি তা এখনও স্পষ্ট নয়।
সে দেশের প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন এই ঘটনা তা স্পষ্ট নয়।তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পেদ্রো। অন্য দিকে, প্রেসিডেন্ট পদপ্রার্থী উরিবের স্ত্রী জানিয়েছেন, স্বামীর অবস্থা আশঙ্কাজনক। জীবনের সঙ্গে লড়াই চলছে। ঘটনার সময়ের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মিগুয়েল কলম্বিয়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ব্যবসা থাকলেও তাঁর বাবা ছিলেন এক জন ইউনিয়ন নেতা। যুক্ত ছিলেন লিবারেল পার্টির সঙ্গেও। গুলিবিদ্ধ প্রেসিডেন্ট পদপ্রার্থীর মা প্রথিতযশা সাংবাদিক ছিলেন। মা ডায়ানা টারবে ১৯৯০ সালে কুখ্যাত মাদক ব্যবসায়ী পাবলো এসকোবারের হাতে অপহৃত হন। যদিও তাদের হাত থেকে ডায়ানাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার আগেই মৃত্যু হয়। পাবলো এসকোবার শুধুমাত্র সাধারণ মাদক ব্যবসায়ীই নন, অনেকেই ‘অন্ধকার মাদক সম্রাট’ও বলে থাকেন।
ডায়ানা টারবে কে?
১৯৫০ সালের ৯ মার্চ বোগোটায় ডায়ানা টারবের জন্ম। কলম্বিয়ার ২৫তম রাষ্ট্রপতি জুলিও সিজার টারবে আয়ালার কন্যা। স্পষ্ট কথার মানুষ হিসাবে পরিচিত ছিলেন ডায়ানা। ‘Hoy x Hoy’ নামে একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। যা সেই সময় বেশ জনপ্রিয় হয়। বিশেষ করে ডায়ানা টারবের সাহসী সাংবাদিকতা পাঠকদের মুগ্ধ করেছিল। যে কোনও খবরের জন্য ঝাঁপিয়ে পড়তেন। কখনও ভয় পেতেন না। মাদক ব্যবসায়ী পাবলো এসকোবারকে নিয়েও তথ্য তুলে ধরেছিলেন তিনিই। কিন্তু এসকোবারের দলের হাতে অপহৃত হতে হয় ডায়ানাকে। প্রায় পাঁচ মাস ধরে আটকে রাখা হয়। উদ্ধারের সময় মাত্র ৪০ বছর বয়সী ডায়ানার শরীরে গুলি লাগে এবং মৃত্যু হয়।
কী ভাবে অপহরণ?
১৯৯০ সালে এক গেরিলা লিডারের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ডায়ানার। আরও পাঁচ সাংবাদিক এবং এক চিত্র সাংবাদিককে সঙ্গে নিয়ে তিনি বগোটা থেকে এন্তিওকিয়ার পাহাড়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু ডায়ানা জানতেন না আসলে ওই গেরিলারা ছিল এসকোবারের দলের। লক্ষ্য ছিল কলম্বিয়ার বিখ্যাত মানুষদের অপহরণ করা। আর সেই সময় এই ডায়ানাই ছিল ‘মাদক সম্রাটে’র টার্গেট।
পরে ১৯৯১ সালের ২৫ জানুয়রি কলম্বিয়ান পুলিশ ডায়ানার পরিবারকে না জানিয়েই উদ্ধারকাজ শুরু করে। আর সেই উদ্ধারের সময়েই গুলি লাগে তাঁর শরীরে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
