গৃহযুদ্ধেই জেরবার পাকিস্তান। এবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ। নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জওয়ান। আহত কমপক্ষে ২৯ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
শনিবার উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পাক সেনাবাহিনীর কনভয়কে টার্গেট করা হয়। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি এসে সেনা কনভয়ে ধাক্কা মারে। মৃত্যু হয় ১৩ জওয়ানের। আহত ২৯ জনের মধ্যে ১০ জন জওয়ান ও ১৯ জন সাধারণ নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে আবার ৬ জন শিশুও ছিল বলে সূত্রের খবর।
প্রবল বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশের এলাকাতেও। ভেঙে পড়েছে দুটি বাড়ির ছাদ। আত্মঘাতী হামলার ঘটনার পর থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা। তদন্তে নেমেছে পাকিস্তানের সেনাবাহিনী। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
গত মার্চ মাসেই পাক সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ওই সংগঠন। একাধিকবার জঙ্গি হামলা ঘটানোর হুমকিও দিয়েছে তারা। এর আগে খাইবার পাখতুনখাওয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় ১০০টি নাশকতার দায় স্বীকার করেছে তারা। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ২৯০ জন মানুষ সেই হামলায় প্রাণ হারিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার পাশাপাশি বালোচিস্তানেও কার্যকলাপ চালিয়ে গিয়েছে ওই সংগঠন।