ঝাড়খণ্ডের রামগড়ে কয়লা খনির একটি অংশ ধসে পড়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। ধসে পড়া অংশে চাপা পড়েছেন বহু শ্রমিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশংকা পুলিশের। শনিবার ভোরবেলায় ঘটনাটি ঘটে। ঘটনার পর প্রথমে স্থানীয়রাই উদ্ধার কার্যে নামেন। ধসে পড়া অংশ থেকে বের করার চেষ্টা করা হয় শ্রমিকদের। খবর দেওয়া হয় পুলিশ এবং উদ্ধারকারী দলকে।
রামগড়ের ডেপুটি কমিশনার ফেজ আহমদ মুমতাজ জানিয়েছেন, রামগড়ের কর্মা এলাকায় অবৈধভাবেই এই খননের কাজ চলছিল। শ্রমিকদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না এখানে। দু’দিন ধরে বৃষ্টি হওয়াতেই মাটি আলগা হয়ে ধসে পড়ে খনির একটি অংশ। ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্তে ইতিমধ্যে গঠন করা হয়েছে একটি তদন্তকারী দল।
স্থানীয়রা জানিয়েছে, এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, একে-একে ৫ টি দেহ বার করা হয়েছে ধসে পড়া অংশ থেকে। ভেতরে এখনও অনেকে আটকে রয়েছে। এলাকায় এইরকম বহু জায়গায় অবৈধ খননের কাজ হয়। পুলিশ গোটা ব্যাপারটাই জানে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে।
