ভারতীয় জনতা পার্টির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির তদন্ত করার সুপারিশ করলেন রাষ্ট্রপতি। রাজ্যের মুখ্যসচিবকে বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ এবং আরো একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিল রাইসিনা হিলস।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে এবার পদক্ষেপ গ্রহণ করল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জরুরি ভিত্তিক চিঠি পাঠানো হল রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ হয়েছে কিনা অথবা বিষয়টার সত্যতা কতটা রয়েছে তা জানার জন্যই রাজ্যের মুখ্য সচিব কে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
রাষ্ট্রপতি ভবনের অবর সচিব গৌতম কুমার স্বাক্ষরিত এই চিঠি বা ইমেইল বার্তা পাঠানো হয়েছে নবান্নে। তবে শুধুমাত্র নবান্ন তে নয়, রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালকেও। পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও। পাশাপাশি বিষয়টির সত্যতা যাচাই করতে রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স থেকে সিবিআই সহ বেশ কিছু এজেন্সিকেও।
প্রাক্তন সাংবাদিক এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই এই ধরনের হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠে আসছিল। এই সমস্ত অভিযোগ দেখার পরে পদক্ষেপ গ্রহণ বা সত্যতা যাচাই এর জন্যই রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে।