ফুটবল কেরিয়ারে সময়টা যে বিশেষ ভাল যাচ্ছে, তা বলা যায় না। তবে এ বার আনন্দের জোয়ার নেমে এল নেইমার জুনিয়রের ব্যক্তিগত জীবনে। চতু র্থবার পিতৃত্বের স্বাদ পেলেন। অবশ্য নতুন অতিথি যে আসতে চলেছে, এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন ব্রাজিলীয় ফুটবল তারকা। অবশেষে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডি।
নেইমারের এই সদ্যজাত মেয়ের নাম রাখা হয়েছে মেল। শনিবার তার জন্ম হয়েছে সাও পাওলোর একটি হাসপাতালে। উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার বাবা হলেন নেইমার। ২০১১ সালে তাঁর প্রথম পুত্রসন্তান দাভি লুকার জন্ম দেন প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাস। ক্যারোলিনার সঙ্গে বিচ্ছেদের পর ব্রুনোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তারকা ফুটবলার। ব্রুনো পেশায় একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
এই জুটির প্রথম কন্যা সন্তান মাভির জন্ম হয় ২০২৩ সালে। এরপর অবশ্য ২০২৪ নাগাদ দুজনের সাময়িক বিচ্ছেদের সময় নেইমারের আরও এক কন্যাসন্তান হেলেনার জন্ম দেন ব্রাজিলের মডেল-ইনফ্লুয়েন্সার আমান্ডা কিম্বার্লি। আর এ বার আরও একবার কন্যা সন্তানের পিতা হলেন ব্রাজিলের নয়নের মনি নেইমার। উল্লেখ্য, নেইমারের প্রথম সন্তান দাভি এখনও বাবার সঙ্গেই থাকে।