‘গরিব হু, গদ্দার নেহি…!’ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পঞ্চায়েত সিজন ৪’- এ পর্দার বিনোদের মুখে এই সংলাপ এখন রীতিমত ভাইরাল। একের পর এক সিজনে বার বার দর্শকের মন জয় করেছেন অভিনেতা অশোক পাঠক। অভিনেতা হিসেবে তিনি নিজের আলাদা ছাপ সৃষ্টি করেছেন। কিন্তু জানেন কি, কর্মজীবনের শুরুর দিকে একাধিক অডিশনে বাদ পড়েছেন তাঁর ‘খারাপ’ মুখের জন্য? অভিনয় দুনিয়া সাধারণ মানুষের কাছে চিরকালই গ্ল্যামার ওয়ার্ল্ড! ‘লুকস’ অর্থাৎ অভিনেতা অভিনেত্রীকে কেমন দেখতে তার উপর নির্ভর করে অনেক কিছু। আর ঠিক সেই ‘সমস্যা’ র মাশুল গুনতে হয়েছিল অশোক পাঠককেও।
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান কর্মজীবনের শুরুর দিকে বেশ সমস্যায় পড়তে হতো তাঁকে। প্রায় বছর দশেক আগের এক ঘটনার উল্লেখ করেন তিনি। চার্মিং দেখতে না হওয়ার জন্য একটা বেশ ভালো কাজ হাতছাড়া হচ্ছিল তাঁর। অভিনেতা বলেন, ‘আমি নাম নেব না, কিন্তু বিগ বাজেট সিনেমা ছিল। আমার অডিশন হয়ে গেছিল এবং আমার বেশ একটা বড় চরিত্র ছিল। সবকিছু খুব মসৃণভাবে হচ্ছিল কিন্তু আমি কিছুতেই ফাইনাল কলটা পাচ্ছিলাম না। পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলি, কিন্তু প্রায় এক সপ্তাহ কেউ কোনও ফোন করেননি। আমার মনেই হচ্ছিল হয়তো ওই চরিত্রের লুকের জন্য নির্দিষ্ট কোনও চাহিদা আছে ওঁদের, পোস্টার সংক্রান্ত কিছু।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘প্রায় এক সপ্তাহ পর, আমি ওঁদের কাছ থেকে ফোন পাই। আমাকে বলা হয়, বিউটি পার্লারে গিয়ে একবার ফেসিয়াল করিয়ে আসার কথা। আমাকে বলা হয় মুখে একটু হলেও চকচকে ভাব আর চার্ম থাকতে হবে। মনে মনে আমি জানতাম যে কিছুই বদলাবে না, তাও আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে আসি। ঘরোয়া টোটকাও ট্রাই করে দেখি, ঘুমোতে যাওয়ার সময় মুখে হলুদ মাখা, সবটাই সুন্দর দেখতে হওয়ার জন্য।’
‘আমি বলতাম বটে সকলকে যে আমার মুখে আর লুকসে বিশেষ নজর দিচ্ছি তবে খুব বেশি মাথা ঘামাইনি কখনও। শুধু ওই একবারই পার্লার গিয়েছিলাম। খুব কঠিন সময় ছিল তখন কারণ আমার সামনে সকলকে দেখছিলাম অডিশন দিচ্ছে আর কাজ পেয়েও যাচ্ছে।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে কিছুদিনের মধ্যেই দিন বদলায় অভিনেতার। তাঁর বাহ্যিক রূপ নয়, খ্যাতি এনে দেয় তাঁর অভিনয় দক্ষতা। অশোকের কথায়, ‘অবশেষে ওই চরিত্রের জন্য আমাকেই কাস্ট করা হয় কারণ ওঁরা এমন কাউকে আর খুঁজে পাননি যে ওই চরিত্রটা ওঁদের মনের মতো ফুটিয়ে তুলতে পারবে। তখন তাঁরা আমি যেমন আমাকে সেভাবেই গ্রহণ করেন। আমি বিশ্বাস করি, যদি আপনার কাজ যদি পরিষ্কার এবং ভালো হয় তাহলে নির্মাতারা লুকস নিয়ে আপোস করতে রাজি থাকেন কারণ প্রতিভার সঙ্গে ওঁরা আপোস করেন না। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে প্রথম দিকে অনেকটাই অন্যরকম দেখতে ছিল কিন্তু এখন তিনি ম্যাগাজিনের কভারে থাকেন।’
পঞ্চায়েত সিরিজে অশোকের খ্যাতি ও সাফল্য যেন বারবার বলে, ‘দেখ রাহা হ্যায় বিনোদ, রূপ নয়, প্রতিভাই বাজিমাত করে।’