অগাস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ৩ টি করে টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু সম্প্রতি স্থগিত হয়ে গিয়েছে সেই সিরিজ। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে খেলতে যাচ্ছে না ভারতীয় দল। এই পরিস্থিতিতে এ বার সামনে এল এক নতুন খবর। জানা গিয়েছে, ওই সময়ই শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ার পর ওই সময় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি করে ৩ ম্যাচের ওডিআই এবং টি-২০ সিরিজ করা যায় কি না সেই চেষ্টাই করছে বোর্ড। ইতিমধ্যে এ বিষয়ে শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে তাদের কথা চলছে বলেও জানানো হয়েছে উক্ত প্রতিবেদনে। যেহেতু এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গিয়েছে তাই দ্বীপরাষ্ট্রের বোর্ড রাজিও হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে অনেকটাই উজ্জ্বল হল অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের সম্ভবনা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আগামী ১৭ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে বাংলাদেশে গিয়ে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু পদ্মাপারের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দল পাঠানোর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। এমনিতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে অনেকটাই বদলে গিয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণেই সফর বাতিল করা হয় ভারতের বোর্ডের তরফে। তবে এর ফলে প্রশ্ন উঠে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট ‘রো-কো’ জুটির প্রত্যাবর্তন নিয়ে।
টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেছিলেন দুই মহারথী। এরপর চলতি ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন উভয়ে। এখন শুধু একদিনের ক্রিকেট খেলেন তাঁরা ফলে মনে করা হচ্ছিল, বাংলাদেশেই হয়ত দেশের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে তাদের। কিন্তু বিসিসিআই বাংলাদেশ সফর বাতিল করতে ধাক্কা খায় সেই সম্ভাবনাও। এ বার শ্রীলঙ্কার মাটিতে রোহিত-বিরাটের অপেক্ষার অবসান ঘটে কি না সেটাই দেখার