ব্যবসায় পা রেখেছেন অভিনেতা তথা কমেডিয়ান কপিল শর্মা! সুদূর ব্রিটেনে খুলেছেন একটি ক্যাফে। সাধ করে নাম দিয়েছেন ‘ক্যাপস ক্যাফে’। আর সেই ক্যাফে লক্ষ্য করেই চলল গুলি। হতাহতের কোনও খবর না থাকলেও ব্যাপক ক্ষতি হয়েছে অভিনেতার ক্যাফেতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার দায় নিয়েছেন হরজিৎ সিং লাড্ডি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠীর সক্রিয় সদস্য লাড্ডি। অভিনেতার ক্যাফেতে হামলায় খালিস্তানি যোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দারাও।
কিন্তু কে এই হরজিৎ সিং লাড্ডি?
জঙ্গি হরজিৎ নিষিদ্ধ বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠীর সক্রিয় সদস্য। সূত্রের খবর, জার্মানিতে লুকিয়ে রয়েছে এই জঙ্গি নেতা। আর সেখানে বসেই বিভিন্ন নাশকতার সঙ্গে যুক্ত। শুধু তাই ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ’য়ের ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকাতেও রয়েছেন হরজিৎ সিং লাড্ডি। দীর্ঘ সময় তাঁর খোঁজ চালাচ্ছে এনআইএ। কিন্তু ধরতে ব্যর্থ গোয়েন্দা সংস্থা। খালিস্তানি এই জঙ্গি নেতার বিরুদ্ধে তথ্য পেতে এনআইএ ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বলে রাখা প্রয়োজন, এর আগেও হরজিৎ সিং লাড্ডির সামনে আসে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বগ্গাকে হত্যা মামলায়। এনআইএ এই সংক্রান্ত মামলার তদন্ত করে। এই সংক্রান্ত মামলায় এনআইএ যে চার্জশিট জমা দেয় সেখানে দাবি করা হয়, পাকিস্তানের বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রধান ওয়াধওয়া সিং বাব্বর এবং হরজিৎ সিং ওরফে লাড্ডি একসঙ্গে ভিএইচপি নেতাকে খুনের পরিকল্পনা সাজায়। আর সেই ঘটনা ঘটে ২০২৪ সালের পাঞ্জাবের রূপনগর জেলার নাঙ্গল এলাকায়।
এখানেই শেষ নয়, তদন্তকারী সংস্থা এনআইএ’য়ের দাবি ভারতের একাধিক শহরে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে থাকেন লাড্ডি। এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি। এনআইএ’য়ের এক সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দেশের বাইরেও তাঁর জাল বিস্তৃত থাকলেও দেশের মধ্যে প্রায় সব শহরে রয়েছে ‘মোস্ট ওয়ান্টেড’ এই খালিস্তানি জঙ্গির যোগাযোগ। ভারতীয় গোয়েন্দা সংস্থার আরও দাবি, লাড্ডি আন্তজাতিক নেটওয়ার্কের অংশ। বিভিন্ন নাশকতা কার্যকলাপ চালিয়ে পাঞ্জাবকে অস্থির করে তোলায় তাঁর লক্ষ্য ছিল। ভিন দেশে বসেই এই সমস্ত কার্যকলাপ চালায় বলেও দাবি গোয়েন্দাদের।
আরও পড়ুন
কেন অভিনেতার ক্যাফেতে হামলা?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি, সম্প্রতি কপিল শর্মার একটি বক্তব্য পছন্দ হয়নি খালিস্তানি জঙ্গি হরজিতের। আর সেই কারনেই এই হামলা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সে দেশের পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ক্যাফেতে হামলা শুধুই অভিনেতার জন্য ওয়ার্নিং? নাকি ভারতীয় গোয়েন্দাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে এই লাড্ডি।
