ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফারহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই সুপারহিট ছবি ‘রি-রিলিজ়’ হবে প্রেক্ষাগৃহে আগামী ১৮ জুলাই।
ভারতের তারকা অ্যাথলিট ও ৪০০ মিটার রেসে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মিলখা সিংয় ওরফে ‘ফ্লাইং শিখ’-এর জীবন নিয়ে তৈরি এই ছবি। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান দেশভাগের সময় গোটা পরিবার হারিয়ে রিফিউজি ক্যাম্পে এসে উঠেছিলেন মিলখা সিং। বীভৎস ছোটবেলা, দিদির সঙ্গে সম্পর্ক থেকে নিজের নাম তৈরির স্বপ্ন পূরণ। দেশের সফল তারকা অ্যাথলিট হয়ে ওঠা, জাতীয় নায়ক হয়ে ওঠার গল্প বলে এই ছবি। রয়েছে তাঁর প্রেম জীবনের টুকরো ছবিও।
এই ছবি মুক্তি পায় ২০১৩ সালের ১১ জুলাই। সমালোচক থেকে দর্শক, সকলেই বেশ প্রশংসা করেছিলেন এই ছবির। বক্স অফিসে ভালোই ব্যবসাও করেছিল এই ছবি। মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। তাঁর অভিনয় দক্ষতা রীতিমতো সাড়া ফেলেছিল, এই চরিত্রে নিজেকে মানানসই করে তোলার জন্য তাঁর শারীরিক পরিবর্তনও ছিল চোখে পড়ার মতো। ছবিতে অভিনেতার বিপরীতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। ফারহানের দিদির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী দিব্যা দত্তকে। অভিনয় করেছিলেন প্রকাশ রাজও। প্রসূন যোশীর কলমে মিলখা সিংয়ের জীবনী জীবন্ত হয়ে ওঠে দর্শকের কাছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন শঙ্কর-এহসান-লয়, যা আজও অনুরাগীদের মনে গেঁথে আছে। ২০২১ সালের ১৮ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা সিং।
ভারতের সবচেয়ে বড় সিনেমা এক্সিবিটর, পিভিআর আইনক্সের তরফে এই ছবি পুনরায় মুক্তির কথা ঘোষণা করা হয়েছে। প্রায় ১২ বছর পর এই ছবি ফের বড়পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা। এই ছবি এখনও ভারতের ইতিহাসে তৈরি অন্যতম শক্তিশালী ও অনুপ্রেরণামূলক স্পোর্টস ড্রামা। ছবি রি-রিলিজ় হবে শুনে আবেগঘন পরিচালক। আবেগে ভাসলেন ফারহান ও সোনমও।
