ভারতের লজ্জা কিছুটা হলেও লাঘব করল ওয়েস্ট ইন্ডিজ। ২০২০ সালের ডিসেম্বরে মাসে অ্যাডিলেডের দিন-রাতের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এ বার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি গোলাপি বল টেস্টে রস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল করল তার থেকেও ৯ রান কম। জ্যামাইকার সাবাইনা পার্কে তারা অলআউট মাত্র ২৭ রানেই। অল্পের জন্য রক্ষা পেল টেস্টে নিউজিল্যান্ডের সর্বনিম্ন ২৬ রানের লজ্জার রেকর্ড।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের এই ২৭ রানের ইনিংস হয়ে থাকল টেস্ট ক্রিকেটর দ্বিতীয় সর্বনিম্ন। যার ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশও হতে হল অস্ট্রেলিয়ার কাছে। জ্যামাইকায় তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র ২০৪ তাড়া করতে নেমে এ হেন ব্যাটিং বিপর্যয়। যা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না অধিনায়ক রস্টন চেজ। তাঁর কথায়, “তিন টেস্টেই আমরা জেতার মত জায়গায় থেকেও শেষ ইনিংসে লড়াই না করে হেরে গিয়েছি। এটা হৃদয়বিদারক।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
সোমবার সাবাইনা পার্কে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। মাত্র ৯ রান দিয়ে স্টার্ক নেন ৬ উইকেট। এটি ছিল তাঁর ১০০ তম টেস্ট। তাতে ৪০০ উইকেটের গন্ডিও টপকে গেলেন তিনি। অন্যদিকে প্রথম বোলার হিসেবে দিন-রাতের টেস্টে হ্যাটট্রিক করেন বোল্যান্ড। এ ছাড়া ভারতের লজ্জা লাঘব করার পাশাপাশি লজ্জার রেকর্ডটিও এদিন ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এত দিন অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার ৩৬ ছিল দিন-রাতের টেস্টে সর্বনিম্ন স্কোর। সেই রেকর্ড ভেঙে আরও লজ্জার নজির সৃষ্টি করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। আরও উল্লেখ্যযোগ্য বিষয় হল, ম্যাচটি দিন-রাতের হলেও তৃতীয় দিন রাত পর্যন্ত গড়ালই না খেলা। দিনের আলোতেই ধূলিসাৎ ক্যারিবিয়ানরা। অবশ্য অ্যাডিলেডেও ঘটেছিল একই ঘটনা। সে বারও গোধূলি বেলায় নয়, সূর্যের আলোতেই প্যাট কামিন্সদের সামনে কুপোকাত হয়েছিল বিরাট কোহলির দল