অবশেষে আইনি লড়াইয়ে জয়। তাতেই আই লিগ চ্যাম্পিয়ন হল ইন্টার কাশী। শুক্রবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) -এর রায়ে গত ২০২৪-২৫ আই লিগ মরশুমের বিজয়ী ঘোষণা করা হয়েছে দলটিকে। এই মরশুমে মোট দুটি আবেদন সফল হয়েছে ইন্টার কাশীর। তার ফলেই মহা মূল্যবান ৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হল কাশীর দলটি।
স্পেনীয় স্ট্রাইকার বারকোকে কেন্দ্র করে সূত্রপাত ঘটেছিল বিতর্কের। মরশুমের শুরুতে তাঁকে দলে শামিল করা হলেও গত ডিসেম্বরে বারকো চোট পাওয়ায় তাঁর বদলে নেওয়া হয় আরেক বিদেশি মাতিজা বাভোভিচকে। এ দিকে পরবর্তী সময়ে আরেক বিদেশি জুয়ান পেরেজ ডেল পিনো কাশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে বারকোকে ফের ফেরত আনা হয় দলে। আর এতেই আপত্তি AIFF -এর।
তবে CAS সরাসরি জানিয়ে দিয়েছে, ইন্টার কাশীর পদক্ষেপ মোটেই অবৈধ নয়। সর্বোচ্চ ক্রীড়া সংস্থা জানিয়েছে, আই লিগের ৬.৫.৭ ধারা অনুযায়ী বিদেশি ফুটবলারদের তিনটি বদল অনুমোদিত। সুতরাং, ইন্টার কাশী যা করেছে তা নিয়ম মেনেই করেছে। উল্লেখ্য, এর আগে ক্লেডসন দা সিলভাকে নিয়ে করা আবেদনটিও পক্ষে গিয়েছিল ইন্টার কাশীর।
অভিযোগ ছিল, এক ম্যাচ সাসপেন্ড থাকা ফুটবলার ক্লেডসনকে নামধারী এফসি’র বিরুদ্ধে খেলিয়েছিল ইন্টার কাশী। কিন্তু CAS এই আপিলের রায়ও দিয়েছিল ইন্টার কাশীর পক্ষে। এই দুটি রায় মিলিয়েই চ্যাম্পিয়ন হল দলটি। দুটি রায়ের ফলে মূল্যবান ৬ পয়েন্ট অর্জন করেছে তারা। সার্বিকভাবে ৪২ পয়েন্ট। এ দিকে সর্বোচ্চ ক্রীড়া আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন AIFF -এর সভাপতি কল্যাণ চৌবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইন্টার কাশীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।