ভারতের স্টার্টআপ দুনিয়ায় এখন বিনিয়োগের জোয়ার। বিশেষ করে অনলাইন ট্রাভেল সংস্থাগুলির দিকে চোখ রেখেছেন শুধু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি নয়, বলিউড তারকারাও শুরু করেছেন বিনিয়োগ করতে। একসময় যাঁরা শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে যুক্ত থাকতেন, এখন তাঁরা সরাসরি অর্থ বিনিয়োগ করে ব্যবসায়িক অংশীদার হচ্ছেন।
সম্প্রতি রিতেশ আগরওয়ালের অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা ওয়ো (OYO) প্রায় ১,৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে তার সিরিজ-জি ফান্ডিং রাউন্ডে। শুধু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাই নয়, এই বিনিয়োগে অংশ নিয়েছেন একাধিক সেলিব্রিটিও। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান একজন নামী ফিল্ম প্রযোজক ও ডিজাইনার। তিনি ওয়ো-র তে ৪ লক্ষের বেশি শেয়ার কিনেছেন বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে।
তবে এখানেই শেষ নয়। গৌরী খান আগেও ওয়ো-র মালিকানাধীন কো-ওয়ার্কিং ব্র্যান্ড “Innov8”-এ বিনিয়োগ করেছিলেন।
একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে এবং Innov8-এর প্রতিষ্ঠাতা ড. ঋতেশ মালিক মিলে প্রায় ২০ লক্ষ শেয়ার কিনেছেন ওয়ো-তে। অভিনেত্রী অমৃতা রাও এবং তাঁর স্বামী আরজে অনমোল সুদ-ও Innov8-এ সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে বিনিয়োগ করেছেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এর আগে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিও ওয়ো-তে শেয়ার কিনেছিলেন। তবে সেলেব্রিটিরা ট্রাভেল কোম্পানিতে বিনিয়োগ করছেন, এমন ঘটনা একেবারে নতুন নয়। ২০১২ সালে সালমান খান যাত্রা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার সময় কোম্পানির প্রায় ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। ২০১৩ সালে সচিন তেন্ডুলকর সংযুক্ত আরব আমিরশাহীর অনলাইন ট্রাভেল কোম্পানি Musafir.com-এ ৭.৫ শতাংশ সোয়েট ইকুইটি নেন।
কিন্তু বর্তমানে যেভাবে একের পর এক বলিউড সেলেব্রিটি এই ধরনের কোম্পানিতে সরাসরি আর্থিক অংশীদার হচ্ছেন, তা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে এই খাতে আরও বড়সড় ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা থেকে যাচ্ছে। ওয়ো-র আইপিও নিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে কথাবার্তা চলছে এবং শীঘ্রই এটি বাজারে আসতে পারে বলে খবর।
